Bidhatar Je Haathe Lekha Lyrics (বিধাতার যে হাতে লেখা)
Bidhatar Je Haathe Lekha Lyrics bengali song is sung by Sonu Nigam and Alka Yagnik from Bidhataar Lekha bengali movie. Starring Jeet, Hrishitaa Bhatt, Priyanshu Chatterjee, Sabyasachi Chakrabarty, Roopa Ganguly and many more. Music composed by Dhrubajyoti Phukan. Bidhatar Je Haathe Lekha Lyrics in bengali written by Gautam Susmit. Bengali film Bidhatar Lekha is directed by Raja Ram Mukerji and Cinematography by Digvvijay Siingh.
Bidhatar Je Haathe Lekha Song Information :
Song Name : Bidhatar Je Haathe Lekha
Film : Bidhatar Lekha (2007)
Singer : Sonu Nigam and Alka Yagnik
Composer : Dhrubajyoti Phukan
Lyricist : Gautam Susmit
Direction : Raja Ram Mukerji
Label : Tips Official
"Bidhatar Je Haathe Lekha Song Video :
Bidhatar Je Haathe Lekha Lyrics In Bengali :
বিধাতার যে হাতে লেখা
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা,
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে,
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে,
সে কথা কেউ জানে না ..
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা।
এই চলার পথে কত মনের সাথে
কত সুখের স্মৃতি যে মাখা।
এই চলার পথে কত মনের সাথে
কত সুখের স্মৃতি যে মাখা,
তবু মনের মাঝে মন শুধুই খোঁজে
সেই মনের মানুষের দেখা – হা,
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে,
সে কথা কেউ জানে না ..
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা।
কার ছোঁয়ায় কখন এই আঁধার জীবন
হয় হাজার তারার সেই আলো।
কার ছোঁয়ায় কখন এই আঁধার জীবন
হয় হাজার তারার সেই আলো,
এই মনের কোনে মন দিন যে গোনে
কবে আসে যাকে বাসি ভালো।
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে,
সে কথা কেউ জানে না..
বিধাতার যে হাতে লেখা
কার সাথে কার হবে যে দেখা,
কেউ জানে না কখন কোথায় কবে
কার ডাকে কার মন ধরা দেবে,
সে কথা কেউ জানে না ..
Bidhatar Je Haathe Lekha Lyrics In English :
Bidhataar je haate lekha
Kar sathe kar hobe je dekha
Keu jane na kokhon kothay kobe
Kar daake kar mon dhora debe
Se kotha keu jaane na
Bidhatar je haate lekha
Ei cholar pothe koto moner sathe
Koto sukher smriti je makha
Tobu moner majhe mon shudhui khoje
Sei moner manusher dekha
Kar choway kokhon ei andhar jibon
Hoy hajar tarar sei aalo
Ei moner kone mon din je goney
Kobe ashe jaake bashi bhalo
Bidhataar je haathe lekha
Kar sathe kar hobe je dekha
বিধাতার যে হাতে লেখা গানের লিরিক্স লিখেছেন গৌতম সুস্মিত এবং গানটি গেয়েছেন সোনু নিগম ও অলকা ইয়াগনিক। গানটির সুর দিয়েছেন ধ্রুবজ্যোতি ফুকন। রাজা রাম মুখার্জী পরিচালিত বিধাতার লেখা বাংলা সিনেমায় অভিনয় করেছেন জিৎ, হৃষিতা ভাট, প্রিয়াংশু চ্যাটার্জী ও আরও অনেকে।