Frenzy Web Series 2024
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Frenzy Web Series 2024)
২০ নভেম্বর ২০২৪ Binge ওটিটিতে মুক্তি পেয়েছে ফ্রেঞ্জি ওয়েব সিরিজ। এটি টক, ঝাল, মিষ্টি ভালোবাসার কাহীনির উপর নির্মিত হয়েছে।
সিরিজের শুরুতে দেখা যায় মুরাদ নামের একটি ছেলের ঢাকায় মোটা বেতনের চাকুরি হয়েছে। তাই গ্রাম থেকে ঢাকায় শিফট হবে সে। মুরাদের সাথে তার ছোটবেলার বন্ধু লাকিও ঢাকায় আসে। এখানে একটি বাসা নেয়, যেখানে তাদের পাশের ফ্লাটে থাকে দুইটি সুন্দরী মেয়ে। তাদের একজনের নাম লাকি, যার মোনালিসা নামের একটি ডল আছে।
ওয়েব সিরিজের প্রেক্ষাপট:
মুরাদ ছেলেটি অনেকটা ভিতু টাইপের। বিশেষ করে মেয়েদের প্রতি তার ভয় কাজ করে। অথচ অফিসে একজন নারী ডোনার তাকে অন্য রকম পছন্দ করে। তাই তাকে বারবার বিরক্ত করতে থাকে।
অন্যদিকে লাকি একজন ফ্যাশন ডিজাইনার। সে যেই কম্পানিতে জব নিয়েছে, তারা তার সাথে প্রতারণা করে। বিষয়টা মেনে নিতে না পেরে ফেজবুক লাইভে এসে ভিডিওতে সবার কাছে বিষয়টা শেয়ার করে। ফলে রাতারাতি তার ফলোয়ার বেড়ে যায়। এতে তার নিজের প্রতিষ্ঠান লাকি বুটিকের গ্রাহক সংখ্যা অনেক বেড়ে যায়।
এরপর হঠাৎ ঘটনার বেগ পরিবর্তন হয়ে যায়। সবার জীবণ বদলে যেতে থাকে। কিন্তে কেন বদলে যায়, আর কি সেই ঘটনা, তা জানতে দেখতে হবে পুরো ওয়েব সিরিজটা।
শ্রেষ্ঠাংশে ছিলেন:
আইশা খান, আবু হুরায়রা তানভীর, পার্থ শেঠ, টুইঙ্ক ক্যারোল, সাবরিন আযাদ, শহিদ আলী, দীপা খন্দকার, মির রাব্বি, বুশরা, রেহনুমা আলম ঐশী, অঙ্কিতা বর্মণ, মিলি বসার, শোয়েব মোনির, অনিতা আকিল, আকাশ মিত্র, ইস্তিয়াক আহমেদ, ইমাম হোসেন শামীম, জওয়াদ হাসান খান, আবরার হোসেন খান এবং আরও অনেক।