Solid Politics Bangla Dubbing Movie 2024
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Solid Politics Bangla Dubbing Movie 2024)
সলিড পরিটিক্স ভারতীয় তেলগু মুভির বাংলা ডাবিং। মুভিটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছিল। এর কাহীনি ও চিত্রনাট্য এক কথায় অসাধারণ।
মুভির কাহীনি সংক্ষেপ:
মুভির শুরুতেই দেখা যায় একটি ছেলে, যে কিনা কিছু দিনের মধ্যে IPS অফিসার হিসেবে যোগদান করবে। এদিকে তার জন্য মেয়ে পছন্দ করতে চায় পরিবারের লোক। কিন্তু ছেলেটিও অন্য একটি মেয়েকে ভালোবাসতে শুরু করে। রোমান্টিক সিন দিয়ে মুভি শুরু হলেও বেশি সময় তা বজায় থাকেনা।
একটি এলাকায় দীর্ঘদিন নির্বাচন হয়না। জোর দখল করে ক্ষমতায় বসে আছে এক লোক। কিন্তু সদ্য নিয়োগ প্রাপ্ত সেই IPS অফিসার তা মেনে নেয়না। ফলে নতুন করে নতুন স্টাইলে শুরু হয় পলিটিক্স।
প্রচন্ড একশন আর ভালোবাসার মিশ্রণে অনবদ্য লাগবে মুভিটি। আমার কাছে বেশ ভালো লেগেছে।
তার জন্য প্রথমে নিচে থাকা ডাউনলোড করার সিস্টেমটি ভালো করে পড়ে নিন । তারপর নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে ।
তারপর উপরের দিকে দেখতে পারবেন একটা .ডাউনলোড. আইকন দেওয়া আছে অথবা নিচে .ডাউনলোড. আইকন দেখতে পারবেন । (Solid Politics Bangla Dubbing Movie 2024
তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।
ওই ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনি অনলাইনে মুভিটা দেখতে পারবেন । তো আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে যদি কোনরকম প্রবলেম হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা হলে জানাতে পারেন ।
Solid Politics Bangla Dubbing Movie 2024
পোস্টটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন.. পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ....