Kajolrekha 2024) Shariful Raj, Mandira Chakraborty
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Kajolrekha 2024) Shariful Raj, Mandira Chakraborty
১১ এপ্রিল ২০২৪ কাজলরেখা মুভি মুক্তি পেয়েছে। ময়মনসিংহ গীতিকার এক অনবদ্য রুপকথা নিয়ে রচিত হয়েছে এই সিনেমাটি। চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।
চারশো বছর আগের জনপ্রিয় রুপকথা কাজলরেখা। যেটাকে আধুনিক রুপ দেয়া হয়েছে এই মুভির মাধ্যমে। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী।
কাজলরেখা দীর্ঘদিন আগে মুক্তি পেলেও কোথাও মুভিটার লিংক খুজে পাওয়া যাচ্ছেনা। তাই অনেকে রিকোয়েস্ট করছিলেন যেন ডাউনলোড লিংক দেওয়া হয়। তাই সকলের অনুরোধে কাজলরেখা মুভির ৩টি ডাউনলোড লিংক নিয়ে এসেছি। ১ম লিংক থেকে ডাউনলোড করবেন, তবে প্রথম লিংক থেকে না হলে ২য় থেকে করবেন।