Omar 2024) Fazlur Rahman Babu, Shariful Raj, Shahiduzzaman Selim,
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Omar 2024) Fazlur Rahman Babu, Shariful Raj, Shahiduzzaman Selim,
২১ নভেম্বর ২০২৪ চরকি ওটিটিতে মুক্তি পেয়েছে ওমর মুভি। তবে ১১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মুভিটি।
এটি একটি একশন থ্রিলার সিনেমা। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শরিফুর রাজ এবং দর্শনা বণিক। বড় মির্জা চরিত্রে ছিলেন শহীদুজ্জামান সেলিম। প্রত্যেকের অভিনয় ছিল এক অসাধারন প্রতিভার প্রতিফলন।
মুভির সংক্ষিপ্ত কাহীনি:
এলাকার সর্দার বড় মির্জার ছেলের দেহ নিয়ে ২জন পালিয়ে যাচ্ছিলো। কিন্তু রাস্তায় পুলিশ আটকায়। তখন বুদ্ধি করে বড় মির্জার গাড়ি পরিচয় দিয়ে তারা পুলিশকে ফাঁকি দেয়। কিন্তু কিছুক্ষণ পর লাশের পকেটে মোবাইল বেজে ওঠে। গাড়ি থেকে নেমে লাশের পকেটের ফোন বেড় করতেই সেখানে বড় মির্জা হাজির হয়। ঘটনার মোর নেয় অন্য দিকে।
মৃত শরীর গায়েব করতে পারেনা তারা। তাই বাধ্য হয়ে মির্জার বাড়িতেই পুতে রাখে। ঘটনার এক পর্যায়ে পুলিশ জানতে পেরে মাটি খুরে কিছুই পায়না। শুরু হয় আবার নতুন টুইস্ট। কে মারলো, কেন মারলো, আর কিইবা হবে, নানান প্রশ্ন আর সাস্পেন্সের উত্তর খুজতে দেখতে হবে পুরো মুভি।
শ্রেষ্ঠাংশে ছিলেন:
শরিফুল রাজ - ওমর চরিত্রে
ফজলুর রহমান বাবু - ওমরের বাবার চরিত্রে
শহীদুজ্জামান সেলিম - বড় মির্জার চরইত্রে
রোজঅ সিদ্দিকি - মিসেস মির্জার চরিত্রে
এছাড়াও আরো অনেক তুখর অভিনেতার মুখ দেখতে পাবেন সিনেমাটিতে। তবে এই সিনেমায় কোনো নাইকা নেই।