Join Telegram Channel Ei Bhasao Lyrics (এই ভাসাও) Dorod | Balam | Konal - M.BdGdn8 || Bengali Quotes, Bengali Poem, Rabindra Sangeet

Ei Bhasao Lyrics (এই ভাসাও) Dorod | Balam | Konal

Ei Bhasao Lyrics (এই ভাসাও) Dorod | Balam | Konal :

Ei Bhasao Lyrics (এই ভাসাও) Dorod | Balam | Konal

Ei Bhasao Lyrics bengali romantic song is sung by Balam and Konal from Dorod bengali movie. Starring Shakib Khan, Sonal Chauhan, Payel Sarkar, Rahul Dev, Alok Jain and many more. Sound mixing and mastering by Vickky Agarwal and Ehsan Alam. Music composed by Arafat Mehmood. Ei Bhasao Lyrics in bengali written by Arafat Mehmood and Zahid Akbar. Dorod bengali film directed by Anonno Mamun. Director of photography by Venkatesh Gangadhari.

Ei Bhasao Song Information :

Song Name : Ei Bhasao
Film : Dorod
Singer : Balam and Konal
Lyricist : Arafat Mehmood and Zahid Akbar
Music : Arafat Mehmood
Star Cast : Shakib Khan and Sonal Chauhan
Direction : Anonno Mamun
Music On : Tiger Media

"Ei Bhasao Lyrics In Bengali :



তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়,
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায়।

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়,
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায়।

এই ভাবাও, এই ভাসাও
বুকেরই মাঝে হারাও,
হারিয়ে ফেলেছি আমায়
তোমারই মাঝে।

যদি একটু তোমার দূরে সরে যাই
লাগে দুনিয়া আঁধার,
আমি হই অসহায়।

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়,
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায়।

তোমার জোছনায় দূরে ভাসি হাওয়ায়
যা কিছু ভাবো সব আমি জেনে যাই।
দেখিনা কিছু, চোখে তুমি ছাড়া
রয়েছো যতনে বুকেরই কাবাই।

এই ভাবাও, এই ভাসাও
বুকেরই মাঝে হারাও,
হারিয়ে ফেলেছি আমায়
তোমারই মাঝে।

যদি একটু তোমার দূরে সরে যাই
লাগে দুনিয়া আঁধার,
আমি হই অসহায়।

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়,
আমার বাঁচার আকাশ
তোরই ভালবাসায়।

আমি ওই চোখ পড়ি
তুমি পড়ো যে মন,
চলো ভালোবাসি
শুধু আমরা দুজন।
আমি তোমার ভেতর
কোথাও চলে যাই,
তুমি ছবি হয়ে আসো
এক লহমায়।

এই ভাবাও, এই ভাসাও
বুকেরই মাঝে হারাও,
হারিয়ে ফেলেছি আমায়
তোমারই মাঝে।

যদি একটু তোমার দূরে সরে যাই
লাগে দুনিয়া আঁধার,
আমি হই অসহায়।

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়,
আমার বাঁচার আকাশ
তোরই ভালবাসায়।

ডাকছি তোমাকে
বাতাস হয়ে যাও,
মরে যাই যে আমি
যেই দূরে হারাও।

Ei Bhasao Lyrics In English :

Tui chara ekla mon
Banchbe re ki ashay
Amar banchar akash
Tori bhalobashay

Ei bhabao ei bhasao
Bukeri majhe harao
Hariyye felechi amay tomari majhe
Jodi ektu tomar dure sore jai
Laage duniye andhar
Ami hoi oshohay

Tomar jochonay dure bhasi haway
Ja kichu bhabo ami jene jai
Dekhina kichu chokhe tumi chara
Royecho jotone bukeri kabai

Aami oi chokh pori
Tumi poro je mon
Cholo valobashi amra dujon
Ami tomar bhetor
Kothao chole jai
Tumi chhbi hoye asho ek lohomay
Ei bhabao ei bhashao
Bukeri majhe harao
Hariyye felechi amay tomari majhe

এই ভাসাও গানের লিরিক্স লিখেছেন আরাফাত মেহমুদ ও জাহিদ আকবর। অনন্য মামুন পরিচালিত দরদ বাংলা সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সোনাল চৌহান ও আরও অনেকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url