Hasher Salun Web Series 2024) Musharraf Karim
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Hasher Salun Web Series 2024) Musharraf Karim
১৪ নভেম্বর ২০২৪ Chorki ওটিটিতে রিলিজ হয়েছে হাসের সালুন নাটক। এটি আধুনিক বাংলা হোটেল সিরিজের ৩য় পর্বের গল্প। বরাবরের মতো এই পর্বেও মূল চরিত্রে ছিলেন মোশাররফ করীম।
নাটকরের শুরুতেই মোশাররফ করিমকে দেখা যায় একজন পাখি শিকারীর বেশে। একজন লোককে রশিতে বেধে গাছের সাথে ঝুলিয়ে দেন। এরপর এলাকার এক বাড়িতে গিয়ে ১ হাজার টাকার একটা নোট দিয়ে হাসের সালুন রাধতে বলে যান। রাতে ক্ষেতে এসে সেই বাড়ির মেয়ের সর্বনাশ করে পালিয়ে যান।
মূলত তিনি একজন সুপারী কি-লার। দেশে দেশে ঘুরে নানান ভাব ধরে আজ পর্যন্ত ৪৩ টি খু-ন করেছেন। সর্বশেষ কাজ আসে একজন পলিটিশিয়ানকে ওপারে পাঠানোর। সবকিছু ঠিকঠাক ভাবেই করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা গুলি এসে লাগে তার শরীরে। তারপর গিয়ে ওঠেন একটি আবাসিক হোটেলে। সেখানে ঘটতে থাকে নানা রকম অদ্ভুদ ঘটনা। কি সেই ঘটনা তা জানতে হলে দেখতে হবে পুরো নাটকটা।
তার জন্য প্রথমে নিচে থাকা ডাউনলোড করার সিস্টেমটি ভালো করে পড়ে নিন । তারপর নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে ।
তারপর উপরের দিকে দেখতে পারবেন একটা .ডাউনলোড. আইকন দেওয়া আছে অথবা নিচে .ডাউনলোড. আইকন দেখতে পারবেন । (Hasher Salun Web Series 2024) Musharraf Karim
তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।
ওই ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনি অনলাইনে মুভিটা দেখতে পারবেন । তো আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে যদি কোনরকম প্রবলেম হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা হলে জানাতে পারেন ।
পোস্টটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন.. পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ....