Join Telegram Channel Jodi Ruper Sagor Lyrics (যদি রূপের সাগর) Jamalaye Jibonto Bhanu - M.BdGdn8 || Bengali Quotes, Bengali Poem, Rabindra Sangeet

Jodi Ruper Sagor Lyrics (যদি রূপের সাগর) Jamalaye Jibonto Bhanu

Jodi Ruper Sagor Lyrics (যদি রূপের সাগর) Jamalaye Jibonto Bhanu :

Raghab Chatterjee and Zeenia Roy

Jodi Ruper Sagor Lyrics bengali song is sung by Raghab Chatterjee and Zeenia Roy from Jamalaye Jibonto Bhanu bengali movie. Starring Saswata Chatterjee, Basabdatta Chatterjee, Ambarish Bhattacharya and many more. Music composed by and produced Raja Narayan Deb. Jodi Ruper Sagor Lyrics in bengali written by Dipangshu Acharya. Jamalaye Jibonto Bhanu bengali film directed by Dr.Krishnendu Chatterjee.

Jodi Ruper Sagor Song Information :

Song Name : Jodi Ruper Sagor
Film : Jamalaye Jibonto Bhanu
Singer : Raghab Chatterjee and Zeenia Roy
Composed by : Raja Narayan Deb
Lyricist : Dipangshu Acharya
Mixed and Mastered by Goutam Basu
Direction: Dr.Krishnendu Chatterjee
DOP : Manas Ganguly
Producer : Suman Kumar Das
Label : Saregama Bengali

"Jodi Ruper Sagor Song Video :

Jodi Ruper Sagor Lyrics In Bengali :

লাল লা লা, লাল লা লা, লাল লা লা লা
যদি রুপের সাগর হও তুমি
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব .. ভাসব
যদি রুপের সাগর হও তুমি।

নাও এবার তুমি ধর
যাঃ
আরে লজ্জা কিসের, গাও না
আচ্ছা তুমি আরেকবার গাও,
আচ্ছা।

যদি রুপের সাগর হও তুমি
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসবো,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব .. ভাসব।

যদি গলদা চিংড়ি হও তুমি
আমি গরম মশলা দিয়ে কষব,
অ্যাঁ?
হ্যাঁ, যদি গলদা চিংড়ি হও তুমি
আমি গরম মশলা দিয়ে কষব.. কষব।

তুমি মধু বনে হও না মালতী
হব আমিও রঙিন প্রজাপতি,
তুমি মধু বনে হও না মালতী
হবো আমিও রঙিন প্রজাপতি,
আমি প্রজাপতি হব
ফড়ফড় ফড়ফড় ফড়ফড় ফড়ফড় গাও
না
আরে এত লজ্জা কিসের?

যদি টোপা কুল হয়ে যাও তুমি
আমি আচার বানিয়ে রোদে বসব,
সেকি?
হ্যাঁ, যদি টোপা কুল হয়ে যাও তুমি
আমি আচার বানিয়ে ভালোবাসব.. ভালোবাসব।

যদি জড়াও প্রেমের মায়াজালে
আমি হব গোধূলির সূর্যাস্ত,
যদি জড়াও প্রেমের মায়াজালে
আমি হব গোধূলির সূর্যাস্ত।

দেবো ফোড়নটা বিউলির ডালে যদি
যদি কি?
বলি?
হ্যাঁ হ্যাঁ বলে দাও বয়েস তো কম এখন।
দেব ফোড়নটা বিউলির ডালে
যদি হয়ে যাও তুমি আলুপোস্ত,
দেব ফোড়নটা বিউলির ডালে
যদি হয়ে যাও তুমি আলুপোস্ত,
হয়ে যাও আলু পোস্ত।

লাল লা লা, লাল লা লা, লাল লা লা লা
যদি সোহাগ পাঠাও মনে মনে
কালো কাজল হবো দুনয়নে,
কালো কাজল হবো দুনয়ন.. দুনয়নে।

আর যদি কাজল রঙের হও তুমি
কালো জিরে বলে আমি ডাকব।
সেকি গো?
হ্যাঁ গো, যদি কাজল রঙের হও তুমি
কালো জিরে নাম আমি রাখব.. আমি রাখব
কালো-জিরে বলে আমি ডাকব
কালো জিরে বলে আমি ডাকব,
লাল লা লা, লাল লা লা, লাল লা লা লা।

Jodi Ruper Sagor Lyrics In English :

Jodi-ruper sagor hou tumi
Ami kheyaler kheya hoye bhasbo
Jodi golda chingi hou tumi
Ami gorom moshla diye koshbo

Tumi modhu bone hou na maloti
Hobo amio rangeen projapoti
Jodi topa kul hoye jao tumi
Ami achar baniye rode boshbo
Ami achar baniye valobashbo

Jodi jorao premer mayajale
Ami hobo godhulir surjasto
Debo foronta beulir daale
Jodi hoye jao tumi aaluposto

Jodi sohag pathao mone mone
Kalo kajol hobo dunoyone
Aar jodi kajol ronger hou tumi
Kalo jirey bole ami dakbo
Kalo jirey naam ami rakhbo

যদি রুপের সাগর হও তুমি গানের লিরিক্স লিখেছেন দীপাংশু আচার্য এবং গানটি গেয়েছেন রাঘব চ্যাটার্জী ও জিনিয়া রায়। গানটির সুর দিয়েছেন রাজা নারায়ণ দেব। কৃষ্ণেন্দু চ্যাটার্জী পরিচালিত জমালয়ে জীবন্ত ভানু বাংলা সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী, বাসবদত্তা চ্যাটার্জী, অম্বরীশ ভট্টাচার্য, পরান বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url