Khasir Paya Web Series 2024) Musharraf Karim
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Khasir Paya Web Series 2024) Musharraf Karim
৭ নভেম্বর ২০২৪ খাসির পায়া (Khasir Paya) নাটক রিলিজ হয়েছে চরকিতে। নাটকটি আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের ২য় পর্ব হিসেবে রিলিজ দেয়া হয়েছে।
খাসির পায়া নাটকে মোশাররফ করিমকে একজন দুর্নীতিগ্রস্থ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। একদিন অফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে একটি অচেনা ছেলের সাথে দেখা হয়। কালো রঙের ছেলেটি বলে, "স্যার ২০০ টাকা দেন, খাসির পায়া খামু।" এখান থেকেই শুরু হয় নাটকের মূল ঘটনা।
এরপর মোশাররফ করিমের স্ত্রী-পুত্র ফ্যামিলি টুরে কক্সবাজার ঘুরতে যায়। কিন্তু অফিসের কাজে মোশাররফ যেতে পারেনা। এমন সময় আমরা জানতে পারি তিনি একা রাতে থাকতে পারেননা। কিন্তু না পেরে আজ একাই থাকবেন।
রাতে ঘুমাতে গেলে বারবার সেই ছেলেটিকে সামনে দেখতে পায় মোশাররফ করিম। ছেলেটি বার বার বলতে থাকে, "স্যার, ২০০ টাকা চাইছিলাম খাসির পায়া খাইতে, দিলেননা। অহন আপনার পায়াই খাই, সমস্যা কি?" এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা। বাকিটা আর বলবো, তাহলে নাটক দেখার মজাটা পাবেননা।
খাসির পায়া নাটক ডাউনলোড করার জন্য তিনটি লিংক দেয়া হয়েছে। এখান থেকে নাটকটি ডাউনলোড করে দেখতে পারবেন।