Join Telegram Channel Paglu 2 Movie 2012) Dev, Koel Mallick - M.BdGdn8 || Bengali Quotes, Bengali Poem, Rabindra Sangeet

Paglu 2 Movie 2012) Dev, Koel Mallick

ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Paglu 2 Movie 2012) Dev, Koel Mallick

২০১২ সালের টলিউডের একটি জনপ্রিয় চলচ্চিত্র পাগলু ২। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট "পাগলু" মুভির সিকুয়েল এই চলচ্চিত্রটি। তবে, তা শুধু নাম ও অভিনয়ের দিক থেকে, কাহিনিগত দিক থেকে নয়। চলচ্চিত্রটির একটি বড় অংশ ধারণ করা হয় দুবাইয়ে। চলচ্চিত্রটি ৩.৫ কোটি টাকা আয় করেন, ছবিটির ১ম সপ্তাহের বক্স অফিস অনুযায়ী।

Paglu 2 Movie 2012) Dev, Koel Mallick

পাগলু ২ কাহিনি সংক্ষেপ

দেব একজন সুদর্শন গ্রামের ছেলে যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ে। তার পড়াশুনো করতে ভালো লাগে না, সে চায় বড়লোক ঘড়ের মেয়েকে বিয়ে করতে। কিন্তু যে মেয়ের সাথে তার প্রথমে বিয়ে ঠিক হয়, সে দেবকে বিয়ে করতে চান না, কারণ দেব কলেজপাস করতে পাড়েন নি। দেব তখন সিদ্ধান্ত নেন যে সে কলকাতায় কলেজে থেকে ডির্গ্রি নিয়ে আসবেন। কলকাতায় যাওয়ার পথে ট্রেনে সে একটি মেয়েকে কিছু বাজে লোকের হাত থেকে বাঁচায়। তিনি কলকাতার একটি কলেজে ভর্তি হন এবং সেই কলেজেই রিয়া (কোয়েল মল্লিক) ও পংআশুনো করতেন। একদিন দেব মহাদেবের মন্দিরে দাড়িয়ে প্রর্থণা 


করছিলেন, যাতে করে কলেজের গন্ডি সহযেই পার করতে পারেন। সেই সময় নাটকীয়ভাবে রিয়ার সাথে দেখা হয়ে যায় এবং প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। রুদ্র (টোটা রায় চৌধুরী) ঐ শহরের নামকরা একজন গুন্ডা, যেকিনা রিয়াকে ভালবাসে এবং তাকে বিয়ে করতে চায়। রুদ্র সব সময় রিয়ার উপর নজর রাখত এবং যে রিয়ার কাছে আশার চেষ্টা করত রুদ্র তাকেই মারধর করত। তবে, দেব কৌশল করে রুদ্রকে বসে আনে এবং তার কাছ থেকে রিয়ার কাছাকাছি যাবার অনুমতি আদায় করে নেয়। কিছুদিন পর রুদ্র বুজতে পারে দেব আর রিয়া একে আপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুদ্র তখন জোর করে রিয়েকে বিয়ে করার জন্য তুলে নিয়ে যায় এবং দেব সেখানে গিয়ে রিয়াকে তুলে নিয়ে আসে। সেই সময় দুবাইয়ের কিছু গুন্ডা রিয়াকে অপহরণ করে নিয়ে যায় এবং দেবের জন্য দুবাইয়ের ভিসা রেখে যান। কারণ, দুবাইয়ের নাম করা গুন্ডা "দুবাই কেষ্টার" (রজতাভ দত্ত) একমাত্র মেয়ে (রিমঝিম মিত্র) ট্রেনে দেবকে মারামারি করতে দেখেছিলেন এবং তার প্রেমে পড়ে যায়। মেয়ের ভালবাসার মানুষের সাথে বিয়ে দিবার জন্য রিয়াকে অপহরণ করেন। কারণ, তিনি বুজতে পারছিলেন দেবকে তুলে নেওয়া এতো সহজ হবে না তাই কৌশল করে রিয়াকে তুলে নেয়, যাতে করে দেব দুবাই আসতে বাধ্য হন। কিন্তু দেব বুদ্ধি করে "দুবাই কেষ্টার" মেয়েকে হ্যান্ডেল করেন এবং সব সমস্যার সমাধান করেন।

তো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই মুভিটা দেখতে বা .ডাউনলোড. করতে পারেন ।

তার জন্য প্রথমে নিচে থাকা ডাউনলোড করার সিস্টেমটি ভালো করে পড়ে নিন । তারপর নিচে দেওয়া ছবির মত নতুন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে ।

তারপর উপরের দিকে দেখতে পারবেন একটা .ডাউনলোড. আইকন দেওয়া আছে অথবা নিচে .ডাউনলোড. আইকন দেখতে পারবেন । (Dui Prithibi Movie 2024) Jeet, Dev, Koel Mallick, Barkha Bisht Sengupta







তো ওই .ডাউনলোড. আইকন এ ক্লিক করলে মুভিটা .ডাউনলোড. হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পারবেন ।

ওই ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনি অনলাইনে মুভিটা দেখতে পারবেন । তো আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে যদি কোনরকম প্রবলেম হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যা হলে জানাতে পারেন । 


পোস্টটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন.. পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ....


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url