Pushpa 2 2024) Allu Arjun, Sukumar Rashmika, Mandanna Fahadh Faasil
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Pushpa 2 2024) Allu Arjun, Sukumar Rashmika, Mandanna Fahadh Faasil
৫ ডিসেম্বর ২০২৪ পুষ্পা ২ (Pushpa 2) মুভি বিশ্বব্যাপী মুক্তি পাবে। এটি একটি তেলেগু সিনেমা। তবে তেলেগুর পাশাপাশি হিন্দিসহ আরো বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে।
পুষ্পা ২ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অল্লু অর্জুন, ফাহাদ ফজিল এবং রশ্মিকা মন্দানা।
২০২১ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা পুষ্পা: দ্য রাইজ সিনেমার ২য় কিস্তি হিসেবে পুষ্পা ২ (Pushpa 2: The Rule) মুক্তি পাবে। ফলে সিনেমা প্রেমিদের মাঝে পুষ্পা ২ নিয়ে অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে অতিতের সব রেকট অতিক্রম করবে এই সিনেমাটি।
পুষ্পা ২ মুভির প্রেক্ষাপট:
পুষ্পারাজ অনেক দক্ষতা এবং বুদ্ধির জোরে প্রভাবশালী ব্যাক্তিতে পরিণত হন। সাধারণ মানুষের কাছে তিনি দেবতার মতো হয়ে ওঠেন। মূলত লাল কাঠের ব্যাবসার মাধ্যমে তিনি প্রচুর অর্থ এবং ক্ষমতার মালিক হয়েছেন। প্রতিপক্ষদের কাছে কখনোই হার মানতে রাজি নন পুষ্পারাজ। ফলস্বরুপ অন্যদের অনেক শত্রু তৈরি হতে থাকে।
পুষ্পা ২ এ দেখানো হবে, পুষ্পারাজ কিভাবে সবাইকে পরাজিত করে ক্ষমতার সর্বোচ্চ সিংহাশনে বসেন। জানা যাবে হঠাৎ নিখোঁজ হওয়ার পর আবারো কিভাবে ফিরে আসেন। মারকাট আর সাস্পেন্সে ভরপুর মুভিটি দর্শকের মন ইতোমধ্যেই জয় করে নিয়েছে।
পুষ্পা ২ মুভির প্রধান অভিনয়শিল্পী:
অল্লু অর্জুন - পুষ্পা রাজ চরিত্রে
রাশমিকা মন্দানা - শ্রীবল্লী, পুষ্পার স্ত্রী
ফাহাদ ফাসিল - এসপি ভানওয়ার সিং শেখাওয়াত, আইপিএস
জগদীশ প্রকাশ বন্দারি - কেসভা "মন্ডেলু", পুষ্পার বন্ধু
জগপতি বাবু - কোঘাটাম ভীরা প্রতাপ
অনেক সিনেমাপ্রেমী দর্শক পুষ্পা-২ মুভিটি দেখতে চাইছেন। তাই সকলের অনুরোধে নিচে ৩টি ডাউনলোড লিংক দেওয়া হয়েছে। এখান থেকে খুব সহজেই মুভিটি ডাউনলোড করে দেখতে পারবেন।