Lojja Web Series 2024) Priyanka Sarkar
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি ফাইটার । এই মুভিটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউবে এই মুভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না । (Lojja Web Series 2024) Priyanka Sarkar, Anujoy Chattopadhyay, Srija Halum, Indrasish Ray, Kheyali Dastidar,
২০২৪ সালের ২২ মার্চ ভারতের Hoichoi ওটিটিতে মুক্তি পায় লজ্জা ওয়েব সিরিজ। একজন নারীর পারিবারি জীবণকে তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজটিতে।
কাহিনী সংক্ষেপ:
একটি মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে। অনেক স্বপ্ন নিয়ে সে এসেছিল, কিন্তু তা লজ্জায় চাপা পরে যায়। উঠতে বসতে সবসময় স্বামী কথা শুনাতে থাকে। শুধু স্বামী নয়, শ্বশুর-শ্বাশুরি থেকে শুরু করে পরিবারের সবাই খোটা দিয়ে কথা বলে। অবস্থা এমন হয়ে দাড়ায় যে, বিষয়টা আর সহ্যসীমায় থাকেনা। তাই বাধ্য হয়ে সেই নারী একজন উকিলের সাথে কথা বলে। সেখান থেকে সে বুঝতে পারে, কোথায় লজ্জা পেতে হবে আর কোথায় লজ্জা ত্যাগ করে প্রতিবাদ করতে হবে।
লজ্জা ওয়েব সিরিজটিতে মোট ৬টি পর্ব রয়েছে। সবগুলো পর্বকে একত্রে একটি ভিডিও আকারে নিচে দেওয়া হয়েছে।
তো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই মুভিটা দেখতে বা .ডাউনলোড. করতে পারেন ।